Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম ভিত্তক অবস্হান ও যোগাযোগ

শাহ-বন্দেগী ইউনিয়ন এর প্রখম ১নং ওয়ার্ডে চকপোতা গ্রাম রয়েছে শেরপুর উপজেলা হইতে দক্ষিন পশ্চিম দিকে গ্রামটি অবস্থিত গ্রামের প্রতিটি রাস্তা পাকা এবং ইটরে সোলিং রয়েছে। এখানে সর্বদাই ভ্যান,রিক্সা,অটোভ্যান,সিএনজি ও বাস চলাচল করে। এখানকার মানুষ বেশীর ভাগ ধান,চাউল ব্যবসা করে খাকে। দিনমজুরীর সংখ্যা সাভাবিক। ২ং ওয়ার্ড সাধুবাড়ী,মামুরশাহী,উচরং, ওয়ার্ডটির মাঝখানদিয়ে পাকা রাস্তা রয়েছে। রাস্তার শাখা প্রশাখা বিভিন্ন দিকে রয়েছে এগুলো ইটের সোলিং ও মাটির রাস্তাও রয়েছে। বর্ষাকালে রাস্তা স্বাভাবিক অবস্থায় বিরাজ করে। এখানে বেশীর ভাগ মানুষ কৃষি কাজ করে খাকে। ৩নং ওয়ার্ড শাহ-বন্দেগী ইউনিয়নের একটি দরিদ্রকম গ্রাম বলা চলে। এখানে বেশ কিছু হিন্দুর সংখ্যা রয়েছে। বেশীর ভাগ মানুষ দিন মজুরী,কিছু মধ্যবৃত্ত কৃষক এবং ব্যবসায়ী রয়েছে। এখানে বেশী উন্নত ঘড়বাড়ী নয়। ৪নং ওয়ার্ড শাহ-বন্দেগী ইউনিয়নের প্রাণ  কেন্দ্র বলা চলে ওয়ার্ডটি ইউনিয়নটির মাঝ খানে রয়েছে। সর্বদাই যোগাযোগ ব্যবস্খা ভাল। সকল শ্রেণীর সকল পেশার মানুষ এখানে বসবাস করেন। ওয়াটি উন্নত বলা জলে। শেরপুর উপজেলা হইতে সকল যানবাহনে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করা যায়। এছাও ৫,৬,৭,৮,ও ৯নং ওয়ার্ড শাহ-বন্দেগী ইউনিয়ন এর মধ্যে বেশী উন্নত ঘড়বাড়ী পাকা এবং বিল্ডিংও রয়েছে। মানুষ বেশীর ভাগ প্রভাবশালী এবং উন্নত ভাবে জীবন যাপন করে খাকেন। সকল রাস্তা ঘাট চলাফেরার উপযোগী তবে বর্ষার মৌসুমে অনেক জায়গায় সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া এখানে ধান,চাল এবং তুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। চাকুরী জীবি সর্বদাই কম।