Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ঐতিহ্য

১০ নং শাহ-বন্দেগী ইউনিয়নের মধ্যে ০৬ নং ওয়ার্ডের খন্দকারটোলায় খেরুয় মসজিদ রয়েছে। খেরুয়া মসজিদ তৈরী সম্পর্ক্যে কাহারো সঠিক কোন কথ্য কাহারো জানা নেই পরষ্পর জানা যায় খেরুয়া মসজিদ একটি রাতে তৈরী হয়েছে। জীন পরীদের তৈরী বলে অনেকে আখ্যায়িত করেছেন। মসজিদ টি ছোট ছোট ইট বেলে, মারবেল ইত্যাদি তৈরী করা হয়। ইহাতে তিনটি দরজা ও উপরে গোলাকার গুম্বুজ রয়েছে।

 

শাহ-বন্দেগী ইউনিয় পরিষদের ০৩নং ওয়ার্ডে সাউদিয়া পার্ক রয়েয়ছে। এটি মো: আব্দুল মমিন তৈরী করেছেন। পার্কটি নিরিবিলি পরিবেশে অবস্থিত। পার্কের আয়তন ১০৫ একর জমির মধ্যে। পার্কটির চতুর পার্শ্বে পাকা প্রচীর রয়েছে। পার্কটিতে বিনোদন মূলক অনেক কিছু রয়েছে। পার্কটিতে মাছ চাষও হয়ে থাকে। পার্ককে অনেক গাছ,পশুপাখি,এবং তৈরী অনেক জন্ত্রু রয়েছে।