সময়ের সাথে সাথে পরিবতর্ন হয়েছে শাহ-বন্দেগী ইউনিয়নটি। উন্নয়নের ধারা ধারাবাহিকতা ভাবে ইউনিয়নটি অগ্রযাত্রা শুরু হয়েছে। বর্তমানে এলাকর রাস্তা,ঘাট কালভাট নিত্য প্রয়োজনীয় সকল কাজ সুষ্ঠ ভাবে সময়ে বয়ে চলেছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবতর্ন হয়েছে। সকল সমস্য জনপ্রতিধিগন সঠিক ভাবে সমাধান করে আসছেন। এছাও সকল সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন অতি জরুরী বর্তমান চেয়ারম্যান জনাব মো: আব্দুর রহমান।
মোবাইল নং ০১৭৪৫২২০১২৪।
সকাল ০৯.০০টা হইতে বিকাল ০৩.০০ পর্যন্ত ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে পারেন।
শেরপুর উপজেলা হইতে বাইসাইকেল,ভ্যান,রিক্সা,অটোরিক্স,সিএনজির মাধ্যমে ১.৫ কি:মি:দক্ষিনে শেরুয়া বটতলা বাজার অবস্থিত। বাজারটির পশ্চিমে ইউনিয়ন পরিষদ রয়েছে। পরিষদের প্রায় সম্পূর্ণ রাস্তা পিছ দিয়েতৈরী রাস্তা। অতি অল্প সময়ে যাতায়াত করা যায়।
এছাও যোগাযোগ করেন সচিব জনাব মো: ইকবাল হোসেন,১০নং শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদ।
মোবাইল নং-০১৭১২-৫০৫২৪৯।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS